× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলবে যুবলীগ নেতার বাড়িতে অস্ত্রধারীদের হামলা, আহত ৩

নিজস্ব প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৩ পিএম

আহত মোহনপুর ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়

চাঁদপুরের মতলব উত্তরে যুবলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ পাওয়া গেছে।

গতকাল রোববার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় উপজেলার মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়ের বাড়িতে এ হামলা ও ভাঙচুর চালায় মুখোশপরা অস্ত্রধারী দুর্বৃত্তরা ৷

যুবলীগ নেতার পরিবার সূত্রে জানা যায়, প্রায় ২০/২৫ জন মুখোশপরা অস্ত্রধারী দুর্বৃত্ত গেইট ভেঙে বাড়িতে প্রবেশ করে ৷ পরে দরজা ভেঙে ঘরে ঢুকে ইকবাল হোসেন জয়কে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে তার দুই পা ভেঙে দেয়। এ সময় তার ছেলে আছিফ হোসেন ও বৃদ্ধা মা ডাকচিৎকার করলে তাদেরকেও মারধর করে দুর্বৃত্তরা৷

এসময় দুর্বৃত্তরা ঘরে থাকা ৪টি মোবাইল ফোন, মানিব্যগ, কিছু প্রয়োজনীয় কাগজপত্র ও বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়৷

মুখোশপরা থাকায় কাউকে চিনতে না পারলেও রাজনৈতিক প্রতিহিংসার জের ধরেই দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে বলে সংবাদ সারাবেলাকে জানিয়েছেন হামলার শিকার মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়৷

বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন তিনি৷



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.