গাইবান্ধা সদর উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সাদিয়া আক্তার (৩) নামে এক শিশু মৃত্যু হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তুলশীঘাট-সাদুল্লাপুর রোডের ক্লাবের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের চরপাড়া এলাকার ও ইদ্রাকপুর ছওতুল হেরা নুরানী মাদ্রাসার পরিচালক হাফেজ মো. জালাল উদ্দিন রাজুর মেয়ে।
ওয়ার্ড সদস্য ও স্থানীয়রা জানান, সাদিয়া বাবা জালাল উদ্দিন রাজুর সাথেই মাদ্রাসায় ছিল। বিকেল সাড়ে তিনটার দিকে অন্যান্য শিশুদের সাথে খেলছিল সাদিয়া। এরই একপর্যায়ে রাস্তা পারাপাড়ের সময় একটি ব্যাটারি চালিত অটো রিকশা ওই শিশুকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সাদিয়া। স্থানীয়রা সাদিয়াকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পথেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য মোস্তাফিজুর রহমান। বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য মোস্তাফিজুর রহমান পলাশ বলেন, শিশু সাদিয়া বাবার মাদ্রাসায় অন্যান্য শিশুদের সাথে খেলার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। পরে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।