শেরপুরের নালিতাবাড়ীতে দুই গ্রাম হেরোইনসহ মো. বাদশা মিয়া (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত ৭.৫০টায় পৌর শহরের টি.এন্ড.টি রোড টেলিফোন এক্সচেঞ্জ অফিস সম্মুখ এলাকা থেকে দুই গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ বাদশা মিয়া নালিতাবাড়ী বাজার ছিটপাড়া এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের ওই এলাকায় পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মোঃ বাদশা মিয়াকে দুই গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া জানান, গ্রেফতারকৃত মো. বাদশা মিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।