× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোরে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

নাটোর প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৯ পিএম

নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান শামীমকে (৩৫) কুপিয়েছে দুর্বৃত্তরা। এতে বাম পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।শামীম জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপির অনুসারী।

মঙ্গলবার(৬ফেব্রয়ারি) সকাল ১০টায় শহরের কান্দিভিটুয়া কেন্দ্রীয় ঈদগাহের সামনে এ ঘটনা ঘটে। 

স্থানীরা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকায় কেন্দ্রীয় ঈদগাহের প্রথম গেটের পার্শে দাঁড়িয়ে ছিলেন শামীম। এসময় কয়েকজন অজ্ঞাত যুবক মোটরসাইকেল যোগে সেখানে আসে। এসময় তারা শামীমকে কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। শামীমের বড়ভাই সাবেক ব্যাংকার টিপু সুলতান বলেন, আমরা তাৎক্ষণিক জানতে পারিনি কারা শামীমকে মেরেছে।তবে সে দেখেছে। এখন সে কথা বলার মত অবস্থায় নেই।তার থেকে শুনে আইনগত ব্যবস্থা নেব। 

নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু রায়হান বলেন, দুর্বৃত্তদের সানাক্ত করতে কাজ চলছে। তবে এই ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.