নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান শামীমকে (৩৫) কুপিয়েছে দুর্বৃত্তরা। এতে বাম পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।শামীম জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপির অনুসারী।
মঙ্গলবার(৬ফেব্রয়ারি) সকাল ১০টায় শহরের কান্দিভিটুয়া কেন্দ্রীয় ঈদগাহের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীরা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকায় কেন্দ্রীয় ঈদগাহের প্রথম গেটের পার্শে দাঁড়িয়ে ছিলেন শামীম। এসময় কয়েকজন অজ্ঞাত যুবক মোটরসাইকেল যোগে সেখানে আসে। এসময় তারা শামীমকে কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। শামীমের বড়ভাই সাবেক ব্যাংকার টিপু সুলতান বলেন, আমরা তাৎক্ষণিক জানতে পারিনি কারা শামীমকে মেরেছে।তবে সে দেখেছে। এখন সে কথা বলার মত অবস্থায় নেই।তার থেকে শুনে আইনগত ব্যবস্থা নেব।
নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু রায়হান বলেন, দুর্বৃত্তদের সানাক্ত করতে কাজ চলছে। তবে এই ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি।