কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকালে থানা প্রাঙ্গণে অফিসার ইনচার্জ শাহিনূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি হাইওয়ে থানা কমিউনিটি পুলিশের সভাপতি মো.রকিব উদ্দিন,সাধারণ সম্পাদক মোসাম্মৎ শেলিনা আক্তার, কুমিল্লা টিভি সম্পাদক সাংবাদিক ওমর ফারুক মিয়াজি,প্রচার সম্পাদক সাংবাদিক আলমগীর হোসেন ও সাংবাদিক জিল্লুর রহমান ।
ওপেন হাউজ ডে এর আলোচনা সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন দিক তুলে ধরেন।
এসময় পরিবহন মালিক, চালক, হেলপার, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সার্জেন্ট মো.ওয়াহিদুল ইসলাম।