জামায়াত নেতা খায়রুল হাসান জামিনে মুক্তি পেয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি ও কালীগঞ্জ, পূবাইল,বাড়িয়া উন্নয়ন ফোরামের সভাপতি মো.খায়রুল হাসান হাইকোর্ট থেকে জামিন পান।
জামিন পাওয়ার পর গত সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি হোন। দীর্ঘ ৬৫ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হন জামাতের এই নেতা। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগসহ ৩টি মিথ্যে মামলা রয়েছে বলে জানান কালীগঞ্জ উপজেলা আমির মো. মাহমুদুল হাসান।
মুক্ত হওয়ার পর শুভেচ্ছা জানান গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন। এসময় ফুলের মালা দিয়ে বরণ করে নেন ও মিষ্টি মুখ করান কালীগঞ্জ উপজেলা আমীর মো. মাহমুদুল হাসান, উপজেলা সেক্রেটারী মো. তাজুল ইসলাম, জামায়াত নেতা এস এম সেলিম, আবুল বাসেদ মোল্লা, কামরুল ইসলামসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বিভিন্ন রাজনৈতিক মামলায় খায়রুল হাসানকে গত বছরের ৩০ নভেম্বর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট),গাজীপুরের শিমুলতলী সংলগ্ন এলাকা থেকে ডিবি পুলিশ আটক করে।