× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বরিশালে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বরিশাল ব্যুরো

০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪২ পিএম

দেশের বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও প্রভাবশাহী মহল কর্তৃক শিক্ষকদের উপর হামলা ও মারধর করাসহ মানসিক নির্যাতন, ঘুষ দুর্নীতি ও চাকরিচ্যুতি করার হুমকির বিরুদ্ধে বরিশালের জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ সমন্বয়ে এক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (৬) ফেব্রয়ারি) সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমরি টাউন হল সম্মুখ সড়ক সদররোডে এ প্রতিবাদি মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষক নেতৃবৃন্দ।

বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি সুনিল বরন হালদারের সভাপতিত্বে প্রতিবাদি সমাবেশে বক্তব্য রাখেন আঞ্চলিক শাখার সাবেক সভাপতি প্রবিন শিক্ষক অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর ও দাশ গুপ্ত অশিষ কুমার।

এসময় অঅরো বক্তব্য রাখেন আঞ্চলিক শাখার সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম,সঞ্চয় কুমার খান, সাধারণ সম্পাদক মো. আবুল কালাম,যুগ্ম সাধারন সম্পাদক আসাদুল আলম আসাদ, বরিশাল সদর উপজেলা সম্পাদক মো. অঅব্দুর রসিদ হাওলাদার,বাবুগঞ্জ উপজেলা সম্পাদক অবিনাশ চন্দ্র রায়, আগৈলঝাড়া উপজেলা সভাপতি সুনীল কুমার বাড়ৈ, গৌরনদী উপজেলা সভাপতি মজিবুর রহমান,উজিরপুর উপজেলা সভাপতি মো. শাহাদৎ হোসেন, হিজলা উপজেলা সভাপতি মো. আলী, বাখেরগঞ্জ উপ, সভাপতি আবুবক্কর সিদ্দীক,বানারীপাড়া উপ সভাপতি আলী আজিম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এসময় বক্তরা বলেন আগামীতে এ ধরনের কোন ঘটনা পুনরাবৃত্তি ঘটনা যেন না ঘটে সেই জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.