× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারায়ণগঞ্জে ৪৬ ইটভাটাকে ২ কোটি টাকা জরিমানা

আবু সাঈদ কাদেরী, নারায়ণগঞ্জ

১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫০ পিএম

নারায়ণগঞ্জের দুইটি থানা এলাকার ইটভাটায় সম্প্রতি পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করেছে। জেলার বন্দর থানা এলাকায় ৩৪ ভাটাকে ১ কোটি ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ফতুল্লা থানা এলাকায় ১২টি ভাটাকে ৮১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

গত ২৩ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে বিশাল অংকের এই জরিমানা আদায় হয়েছে।

নারায়ণগঞ্জের বিভিন্ন থানা অঞ্চলের  আবাসিক এলাকা ও ফসলী জমি এবং নদীর তীরে অবৈধ উপায়ে শতাধিক ইটভাটা গড়ে উঠেছে।

দুইশ ৪৪ ভাটার মধ্যে প্রায় সবগুলোই অনুমোদনহীন

জেলায় দুইশ ৪৪টি ইটভাটা রয়েছে। তন্মধ্যে অভিযুক্ত একশ ২০টির অধিক ইটভাটা আদালতে রীট করে উৎপাদন চালাচ্ছে। শুধু তাই নয়, জেলা প্রশাসকের ছাড়পত্র এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও মাটি ব্যবহারসহ ইট পোড়ানোর অনুমতি ছাড়াই প্রায় সবগুলো ইটভাটায় উৎপাদন চলছে। জেলার অধিকাংশ ইটভাটায় ইট প্রস্তুত ও ভাঁটি স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত -২০১৯) এর বিভিন্ন ধারা অমান্য পূর্বক কার্যক্রম চলছে। ফলে ফসলী জমি হারিয়ে যাচ্ছে এবং আবাসিক এলাকার পরিবেশ মারাত্মক দূষণসহ মানুষের স্বাস্হ্যের ক্ষতি সাধন ও নদীর নাব্যতা, প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করা হচ্ছে। এমন সব অভিযোগ পরিবেশ অধিদপ্তরে পৌছে।ফলে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ভ্রাম্যমান আদালত পরিচালনার সিদ্ধান্ত নেয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ম্যাজিট্রেটের সাথে জেলা পুলিশ, ফায়ার সার্ভিসের ইউনিট,পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্ময়ে একটি টীম দায়িত্ব পালন করেন। 

জেলার ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের প্রতাবনগর এলাকায় ২৩ জানুয়ারি পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালত প্রতাবনগরে বন্ধু ব্রিকসকে ২০ লাখ টাকা, নিউ ব্রিকসকে ২০ লাখ টাকা,সেলিম ব্রিকসকে ৫ লাখ টাকা, জমজম ব্রিকসকে ৪ লাখ টাকা, ধলেশ্বরী ব্রিকসকে ৪ লাখ টাকা, বুড়িগঙ্গা ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করেন।আদালত একই দিন থানার আকবরনগর এলাকার চার তহবিল ব্রিকসকে ৪ লাখ টাকা, তৈয়ব ব্রিকসকে ৪ লাখ টাকা, তাকওয়া ব্রিকসকে ৪ লাখ টাকা, রাকিব ব্রিকসকে ৪ লাখ টাকা, মহব্বত ব্রিকসকে ৪ লাখ টাকা, নূরে মদীনা ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করেন। মোট ৮১ লাখ টাকা জরিমানার পাশাপাশি সেলিম ব্রিকস ও বন্ধু ব্রিকসকে ভেংগে গুড়িয়ে দেয়া হয়।অন্য ইট ভাটাগুলোকে উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

জেলার বন্দর থানার কেওঢালা, ও আশপাশ এলাকার ইটভাটায় ৩১ জানুয়ারি পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজিদ আহমেদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।আদালত ওই দিন আওলাদ ব্রিকসকে ৬ লাখ টাকা, আনন্দ ব্রিকসকে ৬ লাখ টাকা,রূপা ব্রিকসকে ৬ লাখ টাকা,আল মদিনা ব্রিকসকে ৩ লাখ টাকা, আল্লাহর দান ব্রিকসকে ৩ লাখ টাকা, আল্লাহ ভরসা ব্রিকসকে ৩ লাখ টাকা, আল্লাহ মহান ব্রিকসকে ৩ লাখ টাকা, ভূইয়া ব্রিকসকে ৩ লাখ টাকা, ন্যাশনাল ব্রিকসকে ৩ লাখ টাকা, দেওয়ান ব্রিকসকে ৩ লাখ টাকা, সোনারগাঁ ব্রিকসকে ৩ লাখ টাকা, সেভেন জিরো ব্রিকসকে ৩ লাখ টাকা, এস কে ব্রিকসকে ৩ লাখ টাকা, টু এস ব্রিকসকে ৩ লাখ টাকা,

খান ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। মোট ৫৪ লাখ টাকা জরিমানার পাশাপাশি আওলাদ,আনন্দ,রূপা ইটভাটার চুল্লি ভেংগে গুড়িয়ে দেয়া হয়।বন্দর থানার লক্ষনখোলা, শাসনেরবাগ, দাসেরগও এলাকায় একই ম্যাজিস্ট্রেটের উপস্হিতিতে ৭ ফেব্রুয়ারি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। আদালত বিসমিল্লাহ ব্রিক ফিল্ডকে ৬ লাখ টাকা, আল মক্কা ব্রিকসকে ৬ লাখ টাকা, হাজী অটো ব্রিকসকে ৬ লাখ টাকা,আল্লাহর দান ব্রিকসকে সাড়ে ৩ লাখ টাকা,আল্লাহর দান ভাই ভাই ব্রিকসকে সাড়ে ৩ লাখ টাকা, মাশাআল্লাহ ব্রিকসকে সাড়ে ৩ লাখ টাকা, আল মদিনা ব্রিকসকে সাড়ে ৩ লাখ টাকা, চাচা ভাতিজা ব্রিক ফিল্ডকে সাড়ে ৩ লাখ টাকা, মা বাবার দোয়া ব্রিকসকে সাড়ে ৩ লাখ টাকা,একতা ব্রিকসকে সাড়ে ৩ লাখ টাকা, বন্ধু ব্রিকসকে সাড়ে ৩ লাখ টাকা,আল মদিনা ব্রিকসকে ৩ লাখ টাকা, নারায়ণগঞ্জ ব্রিকসকে ৩ লাখ টাকা, থ্রি স্টার ব্রিকসকে ৩ লাখ টাকা, সাইফুল অটো ব্রিকসকে ৩ ললাখ টাকা, জামান ব্রিকসকে ৩ লাখ টাকা, বন্ধন ব্রিকসকে ৩ লাখ টাকা, মামা ভাগিনা ব্রিক ফিল্ডকে ৩ লাখ টাকা, মায়ের দোয়া ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।মোট ৭০ লাখ টাকা জরিমানাসহ বিসমিল্লাহ ব্রিকস, আল মক্কা ব্রিকস, হাজী অটো ব্রিকসকে ভেংগে গুড়িয়ে দেয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের জেলার সহকারী পরিচালক শেখ মুজাহিদ, উপ পরিচালক মুহাম্মদ হাফিজুর রহমান বলেন,জেলার অন্য থানা অঞ্চলেও অনুরূপ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.