বাংলার পাট বিশ্বময়, সোনালী আশের সোনার দেশ পাটপণ্য বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে, পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটচাষী প্রশিক্ষণ কর্মসূচি রংপুরের বদরগঞ্জ বালুয়াভাটা মদিনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, বদরগঞ্জের আয়োজনে, প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠিত হয়।
পাটচাষী প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাদল চন্দ্র হালদার উপ সচিব, উপপরিচালক (পরিদর্শক) পাট অধিদপ্তর ঢাকা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার গোলাম মোস্তফা মো. জোবাইদুর রহমান কৃষিবিদ ড. মো. শাহাদাত হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, কৃষিবিদ মোঃ সোলেমান আলী সহকারী পরিচালক পাট অধিদপ্তর রংপুর, এ কে এম মাহবুব আলম বিশ্বাস, রংপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ১৫০ জন পাট চাষীদের উন্নত প্রযুক্তিনির্ভর ও পাট বীজ উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণ শেষে পাটের তৈরী বেগ ও সম্মানী প্রদান করা হয়।