× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেট মহানগর যুব মহিলা লীগ নেত্রী লাকিকে বহিষ্কার

সিলেট প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২১ পিএম

বাংলাদেশ যুব মহিলা লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক, সংগঠন বিরোধী এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে বলে এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সিলেট মহানগর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক লাকি আক্তার ওরফে লাকি আহেমদকে সিলেট মহানগর যুব মহিলা লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

৯ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় কেন্দ্রীয় যুব মহিলা লীগের নেতৃবৃন্দের নির্দেশে সিলেট মহানগর যুব মহিলা লীগ এর জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে কথিত লাকি আহমেদ এর বেপরোয়া চলাফেরাসহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ড এবং ব্ল্যাকমেইলের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সকলের সম্মতিতে সভাপতি সুফিয়া ইকবাল ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মরিয়ম পারভীন অভিযুক্ত লাকিকে সংগঠনের প্যাডে লিখিত বিজ্ঞপ্তি আকারে নোটিশ এর মাধ্যমে তাকে বহিষ্কার করেন।

সূত্রে জানা যায়, আওয়ামীলীগে পদবী ব্যবহার করে কথিত লাকি আহমেদ সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন ও উক্ত পত্রিকার সাংবাদিকদের উপর মিথ্যা মামলা, হামলা ও হত্যার হুমকি দিয়ে নানা ভাবে হয়রানি করে আসছেন দীর্ঘ দিন ধরে। ব্ল্যাকমেইলার লাকির হয়রানি থেকে মুক্তি  পেতে বিচার চেয়ে গত ১২ অক্টোবর সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-১ এ একটি মামলা দায়ের করেন বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন, মামলা নং-৩০১/২৩। মামলায় ৬ ফেব্রুয়ারি ২০২৪ আদালতে শুনানি শেষে আদালত ওয়ারেন্ট ইস্যু করলে তাকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত। ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে  সিলেট কতোয়ারী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নগরীর মুন্সিপাড়া ১০/আই গিয়াস উদ্দিন এর কলোনি থেকে কথিত সিলেট যুব মহিলালীগের পদ ব্যবহার কারী লাকি আহমেদকে গ্রেফতার করা হয়। তাকের গ্রেফতারের পর সিলেট মহানর যুব মহিলা লীগের কার্যকারি কমিটি জরুরী মিটিং ডেকে সিলেট জনপ্রিয় পত্রিকা সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের সম্পাদক ও সাংবাদিকদের হয়রানি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে বহিস্কার করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.