গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী রেল স্টেশনের দেড় কিলোমিটার উত্তর পাশে গজরার ব্রীজ সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে উৎপল চন্দ্র বর্মন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা ৫২ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
নিহত উৎপল চন্দ্র বর্মন পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ভেলাকোপা চিকারমোড় এলাকার কার্তিক চন্দ্র বর্মণের ছেলে ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল ৯টা ৫২ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট গামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি গজরার ব্রীজের কাছে আসলে হঠাৎ ঐ ছেলে ট্রেনের নিচে মাথা দেয়। এবং ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।
গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে থানার ওসি খায়রুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে নিহতের স্বজনদের কাছে দেওয়া হয়েছে।