'তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো' এই স্লোগানকে নিয়ে লক্ষ্মীপুরে তথ্য মেলার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা সচেতন নাগরিক কমিটি (সনাক) এ আয়োজন করেন।
এর আগে একটি বর্নাঢ্য র্যালি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এসময় অতিথিদের নিয়ে মেলার স্টলগুলো পরিদর্শন করেন তিনি।
জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রেজা-ই রাফিন সরকার, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, সিভিল সার্জন আহাম্মদ কবীর, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া ও সনাকের জেলা সভাপতি প্রফেসর জেড এম ফারুকী সহ অনেকে।
এদিকে মেলায় লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস, সমাজসেবা, পরিবার-পরিকল্পনা, পাসপোর্ট অফিস, পল্লীবিদ্যুৎ, লক্ষ্মীপুর পৌরসভা ও কৃষি বিপণন অধিদপ্তরসহ অর্ধশতাধিক প্রতিষ্ঠান অংশ নেন।