প্রধানমন্ত্রীর কার্যালয়ের হতে বাস্তবায়নধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় রংপুরের বদরগঞ্জে উপজেলায় নৃ-তাত্ত্বিক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের হল রুমে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত অনুষ্ঠানে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি প্রদান করেন উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম, লোহানীপাড়া ইউপি চেয়ারম্যান রাকিব হাসান ডলু শাহ।
অনুষ্ঠানে ২০২৩-২০২৪ অর্থ বছরে বদরগঞ্জ উপজেলায় বসবাসরত নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে ৯১ জন ছাত্র-ছাত্রীকে ৪ লাখ ১৬ হাজার ৫০০ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।