× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একমাস পর আখাউড়া বন্দর দিয়ে আমদানি শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১০ পিএম

একমাস বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি শুরু হয়েছে। 

গতকাল সোমবার দুপুরে ১০ মে. টন আদা নিয়ে একটি মালহাবী ট্রাক আখাউড়া স্থলবন্দরে প্রবেশ করে। 

এরই মাধ্যমে দীর্ঘ ৭ মাস পর এ বন্দর দিয়ে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। 

এস আর এস এম ট্রেডিং প্রাইভেট লিমিটেড নামে গাজীপুরের একটি প্রতিষ্ঠান আদাগুলো আমদানি করেছে। কাস্টমস ক্লিয়ারিংয়ে কাজ করছে স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট হাসান এন্টারপ্রাইজ। 

সর্বশেষ গত বছরের ১০ জুলাই আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫ মে. টন আদা আমদানি করেছিল মদিনা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। মূলত- রপ্তানিমুখী হওয়ায় আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি অনেকটাই অনিয়মিত।

সিঅ্যান্ডএফ এজেন্ট হাসান এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী হাসিবুল হাসান জানান, রমজান উপলক্ষে বন্দর দিয়ে বিভিন্ন পণ্য আমদানির প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। এর অংশ হিসেবে আদা আমদানি করা হয়েছে। আজ মঙ্গলবার আদাগুলো আনলোডিং এর মাধ্যমে স্থলবন্দর থেকে ছাড়িয়ে নেয়া হয়েছে। 

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. কামরুল পারভেজ জানান, আমদানিকৃত আদা থেকে প্রায় এক লাখ টাকা শুল্ক আদায় করা হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর আদাগুলো ছাড় দেয়া হয় বন্দর থেকে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.