শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ২৫ পিস ইয়াবাসহ একজন ও ৩০০ গ্রাম গাঁজাসহ দুজনসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮.৪৫টায় উপজেলার উত্তর শিমুলতলা এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ মজিবর রহমান ওরফে লাল চান (৩৮), অন্যদিকে মাসুদ রানা (২৮) ও শফিকুল ইসলামকে (৪৬) একই রাত ৯.৩০টায় উপজেলার গোজাকুড়া এলাকা থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর শিমুলতলা ও গোজাকুড়া এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এসময় দুই এলাকা থেকে মোট তিনজনকে সন্দেহ হলে তাদের তল্লাশি চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া জানান, গ্রেফতারকৃত তিনজন দীর্ঘদিন মাদকের কারবার করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।