× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লালমোহনে ২৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা জব্দ

তুহিন ফয়েজ

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫১ পিএম । আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৭ পিএম

ভোলার লালমোহন থেকে ২৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা জব্দ করেছে কোস্ট গার্ড৷

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট লালমোহন কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার এম মুজতবা, পিও (মেড) এর নেতৃত্বে ভোলা জেলার লালমোহন উপজেলাধীন তেঁতুলিয়া নদী সংলগ্ন দেবীর চর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সন্দেহভাজন একটি কাঠের বোটকে তল্লাশী করার নিমিত্তে থামার সংকেত প্রদান করা হলে কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে তারা দ্রুত পালাতে থাকে। এমতাবস্থায় কোস্ট গার্ডের আভিযানিক দল বোটটিকে ধাওয়া করলে তারা দেবীর চর এলাকায় নদীর তীরে বোটটি রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বোটটি তল্লাশি করে বোটের ভিতরে থাকা মাছ ধরার জালের নিচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ২৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত গাাঁজার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমোহন থানায় হস্তান্তর করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.