মাদারীপুর পৌরসভার আমিরাবাদ এলাকার মরহুম মো. আনোয়ার হোসেনের ছোট ছেলে, দৈনিক যায়যায়দিন পত্রিকা মাদারীপুরের স্টাফ রিপোর্টার মনজুর হোসেনের ছোট ভাই ইতালি প্রবাসী মুরাদ হোসেন (৩৪) গত ১১ ফেব্রুয়ারি ইতালির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।
মৃত্যুকালে তিনি মা, ভাই, বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ হয়রত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর কর্তৃপক্ষ তার পরিবারের কাছে হস্তান্তর করেন। পরে ঢাকা থেকে মরদেহ প্রথমে মাদারীপুর শহরে নিয়ে আসা হয়। বাদ যোহর মাদারীপুর শহরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
পরে মরদেহ গ্রামের বাড়ি সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর দক্ষিণকান্দি গ্রামে নিলে সেখানে আরো একবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মুরাদ হোসেনের মৃত্যুতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুরের সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।