জয়পুরহাটের সদর উপজেলাতে পুকুরের পানিতে ডুবে শাহারিমা আক্তার ওরফে মৌ পাঁচ বছরের শিশু কন্যা মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চকভারুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু শাহারিমা আক্তার জেলার দোগাছী ইউনিয়নের চকভারুনিয়া গ্রামে জাহিদুল ইসলামের মেয়ে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বিকেলে জেলার দোগাছী ইউনিয়নের চকভারুনিয়া গ্রামের নিজ বাড়ীর উঠানে খেলা করছিল শিশু শাহারিমা আক্তার। সবার অগোচরে শিশুটি বাড়ীর পাশে ভারনার বিল নামক পুকুরে ডুবে যায়। পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। একসময় ওই পুকুরে শিশুটি দেখতে পান পরিবারের সদস্য ও স্থানীয়রা। তখন শিশুটিকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল জয়পুরহাটে নিয়ে আসেন স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।