× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝিনাইদহে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক ও পিঠা উৎসব

ঝিনাইদহ প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৬ পিএম

ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক ও পিঠা উৎসব। 

অংকুর নাট্য একাডেমির ২৮ বছর পূর্তি উপলক্ষে সোমবার সন্ধ্যায় শহরের প্রান্তিক সাংস্কৃতিক পল্লী ও শিশু পার্কে এ উৎসবের উদ্বোধন করা হয়।

অংকুর নাট্য একাডেমির আজীবন সদস্য জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থান সামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রান্তিক সাংস্কৃতিক পল্লী ও শিশু পার্কের চেয়ারম্যান খন্দকার হাফিজ ফারুক, বাংলাদেশ গ্রাম থিয়েটারের খুলনা বিভাগীয় সমন্বয়কারী একরামুল হক লিকু, গ্রুপ থিয়েটার ফেডারেশনের খুলনা বিভাগীয় নির্বাহী সদস্য শাহীনুর আলম লিটন, ঝিনাইদহ জেলা নাট্য পরিষদের সভাপতি রুবেল পারভেজ, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নির্বাহী সদস্য তরিকুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন অংকুরের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস। 

অনুষ্ঠান পরিচালনা করেন অংকুরের আজীবন সদস্য আশরাফুল আলম। 

প্রথম দিনে পরিবেশন করা হয় নাটক, নাচ, গান ও কবিতা আবৃতিসহ নানা পরিবেশনা। অংকুর নাট্য একাডেমির সদস্যরা এই পরিবেশনায় অংশ নেয়। গভীর রাত পর্যন্ত নাচ-গান উপভোগ করেন নানা শ্রেণি-পেশার মানুষ। 

এ পিঠা উৎসবে ভাপা, পাটিসাপটা, চিতই, দুধপুলি, পাকানসহ বাহারি স্বাদের পিঠার স্টল প্রদর্শন করা হয়। 

এছাড়াও সাঁতারে অসামান্য অবদান রাখায় ৩ জনকে সম্মাননা প্রদান করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.