× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেসবুক থেকে সম্পূর্ণভাবে বিজ্ঞাপন বন্ধ করা হয়নি: পলক

নাটোর প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০০ পিএম

ডাক, টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘ফেসবুক থেকে সম্পূর্ণভাবে বিজ্ঞাপন বন্ধ করা হয়নি। ফেসবুকও বন্ধ করেনি। বিজ্ঞাপনের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ নিয়েছে। কোন নিবন্ধিত কোম্পানি বিজ্ঞাপন সংস্থা হিসেবে নিয়ম মেনে কাজ তাদের কোন সমস্যা নেই।’ 

মঙ্গলবার সকালে নাটোর জেলা আইনজীবী সমিতির ২০২৪-২৫ নির্বাচনের ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ফেসবুক কোম্পানিকে বার বার বলা হয়েছে বাংলাদেশে তাদের যেন অফিস চালু করা হয়। এতে করে সমস্যা হলে দ্রুত তা সমাধান করা যাবে। তাতে করে তাদের ব্যবসা বৃদ্ধি পাবে, সাথে সাথে আমাদেরও বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এতে আমাদের মেধাবী ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে। ই-কমার্স ব্যবসায় কোন প্রভাব পড়বে না বলেও জানান তিনি।’

নাটোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বঙ্গবন্ধু আওয়ামী আইজীবী পরিষদের মনোনিত প্রসাদ কুমার তালুকদার সভাপতি ও জাহাঙ্গীর হোসেন পরিষদ সাধারণ সম্পাদকসহ ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আর জাতীয়তাবাদি আইনজীবী ঐক্য পরিষদের মনোনিত সিনিয়র সহ সভাপতি এস এম লুৎফর রহমান রাব্বানী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শরীফুল হক মুক্তাসহ মোট ১০ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া  আইনজীবী  সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু আহসান টগর। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩০৭ জন। ভোটগ্রহণ সকাল ৯টা থেকে শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.