× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিশু ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাজমিস্ত্রি আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১০ পিএম

লক্ষ্মীপুরে ১ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. নসু মিয়া (৩৮) নামের এক রাজমিস্ত্রি আটক হয়েছেন। ভুক্তভোগী শিশুটি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে পুলিশ অভিযুক্ত নসু মিয়াকে রামগঞ্জ উপজেলার সুন্দারা গ্রাম থেকে আটক করে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল হক ব্যাপারীর ছেলে। এখন তিনি রামগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

অপরদিকে ভুক্তভোগী শিশুটি কাঞ্চনপুরের একটি কিন্ডারগার্টেনের ১ম শ্রেণীর শিক্ষার্থী।

ওই স্কুলছাত্রীর খালা বলেন, ২-৩ দিন আগে এক রাজমিস্ত্রি শিশুটিকে জোরপূর্বক বাগানে নিয়ে ধর্ষণের চেষ্ট করে। তখন থেকে ভুক্তভোগী তার গোপনাঙ্গে প্রচুর ব্যথা অনুভব করছে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, শিশুর পরিবার আমাদের সঠিকভাবে দিন-তারিখ বলতে পারেনি। তবুও আমরা তাকে হাসপাতালে ভর্তি রাখছি। পরীক্ষা-নিরীক্ষার পর সঠিক কারণ বলা যাবে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, শিশুর মার অভিযোগের ভিত্তিতে নসু মিয়া নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আনা হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.