× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পত্নীতলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

১০ মার্চ ২০২৪, ১২:৪৫ পিএম

নওগাঁর পত্নীতলা উপজেলায় সারা দেশের ন্যায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

নানা কর্মসূচির মধ্যে দুর্যোগ চলাকালীন পুর্বাভাস ছাড়া প্রাথমিক করণীয় হিসেবে ভূমিকম্প, অগ্নি নির্বাপনসহ দুর্যোগের মোকাবেলায় উপজেলা চত্বর মাঠে জনসম্মূখে মহড়া প্রদর্শন করেন উপজেলা ফায়ার ডিফেন্সের কর্মকর্তা কর্মচারীরা।

“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো ” প্রতিপাদ্যে রবিবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা চত্বর হতে র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে উপজেলা মাঠে ঘন্টাব্যাপী বিভিন্ন বিষয় ভিক্তি জনসম্মুখে মহড়া অনুষ্ঠিত হয়। 

মহড়া শেষে প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদে অডিটরিয়াম হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শোয়াইব খানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার। 

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা মো: রায়হানুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সন্তজ কুমার মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.টি.এম জিল্লুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম সহ সরকারী বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.