× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দীঘিনালায় শিব চতুর্দশীতে পার্বত্য প্রতিমন্ত্রীর কুশল বিনিময়

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

১০ মার্চ ২০২৪, ১৩:৫৭ পিএম

দীঘিনালায় অনুষ্ঠিত শিব চতুর্দশী উদযাপন উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ পরিদর্শন শেষে স্থানীয় পুণ্যার্থীদের সাথে কুশল বিনিময় করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা।

শনিবার (৯ মার্চ) সকালে দীঘিনালা উপজেলার দীঘিনালা শ্রী শ্রী সনাতন শিব মন্দির, বুদ্ধপাড়া সার্বজনীন শ্রী  শ্রী শিব মন্দিরে অনুষ্ঠিত শিব চতুর্দশী ব্রত উদযাপন উপলক্ষে পুণ্যার্থী এবং মন্দির পরিচালনা কমিটির সাথে কুশল বিনিময় করেন তিনি।

এর আগে তিনি শ্রী শ্রী সনাতন শিব মন্দিরে ডাবের পানিতে শিব স্নান ও প্রদীপ প্রজ্বলন করেন। 

এসময়, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট আশুতোষ চাকমা, অধ্যাপক নীলুৎপল খীসা সহ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান উপস্থিত ছিলেন।

এ বিষয়ে দীঘিনালা শ্রী শ্রী সনাতন শিব মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জীবন চৌধুরী উজ্জ্বল জানান, ‘শনিবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা শিব স্নান করানোর পর কিছুক্ষণ মহানাম যজ্ঞ শ্রবণ করেন। এরপর পরিচালনা কমিটি ও পুণ্যার্থীদের সাথে কুশল বিনিময় করেন।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.