× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এবার রমজানেও ১০ টাকা লিটার দুধ বিক্রি করবেন এরশাদ

কিশোরগঞ্জ প্রতিনিধি

১০ মার্চ ২০২৪, ১৪:০৪ পিএম

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মো. এরশাদ উদ্দিন প্রতি বছরের ন্যায় এবারও রমজান মাসজুড়ে ১০ টাকা লিটারে নিজ খামারের উৎপাদিত দুই টন দুধ বিক্রি করবেন। 

রমজানের প্রথম দিন থেকে এ ব্যতিক্রমধর্মী কার্যক্রম শুরু করবেন বলে জানিয়েছেন এই আওয়ামী লীগ এই নেতা। 

তার এই ব্যতিক্রমধর্মী কার্যক্রমে সাধারণ ক্রেতাদের মনে কৌতূহল সৃষ্টি হয়েছে। 

তিনি জানান, প্রতিদিন যে কেউ তার খামার থেকে ১০ টাকা লিটার দরে সর্বোচ্চ এক লিটার দুধ কিনতে পারবেন।

জানা গেছে, মো. এরশাদ উদ্দিন তার নিজ এলাকা করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের প্রত্যন্ত রৌহা গ্রামে জে সি অ্যাগ্রো ফার্ম নামে একটি খামার গড়ে তুলেছেন। তার খামারে দুগ্ধ ও মোটাতাজাকরণের তিন শতাধিক গরু রয়েছে। এর মধ্যে বর্তমানে ২০টি গাভি দুধ দিচ্ছে। প্রতিদিন খামার থেকে ৭০ থেকে ৭৫ লিটার দুধ উৎপাদিত হচ্ছে। রমজান মাসজুড়ে সেই দুধ তিনি ১০ টাকা লিটার দরে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন।

মো. এরশাদ উদ্দিন বাংলাদেশ মিলস্কেল রি-প্রসেস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেসি অ্যাগ্রো ফার্মের চেয়ারম্যান। এছাড়াও তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। 

তিনি করিমগঞ্জ ও তাড়াইল উপজেলায় মানবিক কাজের অংশ হিসেবে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ত্রাণসামগ্রীসহ নানাভাবে সহযোগিতা করে আসছেন।

এ বিষয় মো. এরশাদ উদ্দিন সংবাদ সারাবেলাকে বলেন, ‘বর্তমানে বাজারে নিত্যপণ্যসহ খাঁটি দুধের দাম অনেক বেশি। অন্যান্য মাসের চেয়ে রমজান মাসে মানুষ ভালমন্দ খেতে চায়। আমার ইউনিয়নসহ আশপাশের ইউনিয়নে যারা গরীব আছে- তারা অনেকেই দুধ কিনে খেতে পারে না। তাই গরীব অসহায় মানুষের জন্য আমার এ উদ্যোগ।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.