× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামগঞ্জ পানিয়ালা বাজারে ৫ দোকান ভস্মীভূত

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

১০ মার্চ ২০২৪, ১৪:৪৬ পিএম

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়নের পানিয়ালা বাজার দারুস সালাম মার্কেটের সামনে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে  প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।  

শনিবার গভীর রাত দেড়াটার দিকে দারুস সালাম মার্কেটের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত প্রায় ১.৩০টায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মেসার্স আব্দুল্লাহ  ফার্নিসার, মেসার্স জাহিদ এন্টারপ্রাইজ, আনা মিয়া ফানিসার হাউজ, ডিজাইন উড এন্ড উইন্ডো হাউজ অগ্নিকানণ্ডে (প্রায়) ১০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।  এ সময় খবর পেয়ে রামগঞ্জ থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টায় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

মেসার্স জাহিদ এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন জানান, ঈদকে সামনে রেখে জমি বিক্রি করে দোকানে নতুন মালামাল কিনেছি। প্রতিদিনের ন্যায় শনিবার রাতে সাড়ে ১১টায় দোকান বন্ধ করে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছি। রাত দেড়টা আগুনের লেলিহান দেখে স্থানীয়রা চিৎকার দিলে গ্রামবাসী, পুলিশ বাহিনীসহ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্তন করেন। আগুনে আমার প্রায় ৪লাখ টাকার প্লেনসিট, ড্রাম, ট্যাংক পুড়ে গিয়েছে। থাকার ঘর ছাড়া বিক্রি করার আর কিছু নেই। একই সময় আব্দুল্লাহ, আনা মিয়া জানান, অগ্নিকাণ্ডে দোকানের প্রায় তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে। 

ফায়ার সার্ভিসের অফিসার মো. কামরুল হাসান জানান, ঘটনাস্থলে গিয়ে রামগঞ্জ ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, অগ্নিকাণ্ডে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের কর্মরত কর্মকর্তাদেরকে সহযোগিতা করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.