× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বর্তমান মেয়র ও ২৪ কাউন্সিলরদের ওপরই আস্থা, নতুন মুখ ৯

ময়মনসিংহ ব্যুরো

১০ মার্চ ২০২৪, ১৭:২৫ পিএম

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) নির্বাচনে ভোটের মাঠে চমক দেখিয়ে আবারো বিপুল ভোটে ২য় বারের মতো সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সদ্য পদত্যাগকারী মেয়র ইকরামুল হক টিটু।

শনিবার উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ২য় বারের মতো অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের পর রাতে নগরীর এড. তারেক স্মৃতি অডিটরিয়ামে অস্থায়ী ঘোষনা মঞ্চে ঘোষিত ফলাফলে ইকরামুল হক টিটুকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

এ ফলাফলে ঘড়ি প্রতীকে ইকরামুল হক টিটু পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৯৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হাতি প্রতীকের প্রার্থী সাদেকুল হক খান মিল্কী টজু পেয়েছেন ৩৪ হাজার ৩৯৫ , এ ছাড়াও ঘোড়া প্রতীকের প্রার্থী এহতেশামুল আলম পেয়েছেন পেয়েছেন ১০ হাজার ৬৪৩ ভোট, হরিণ প্রতীকের প্রার্থী কৃষিবিদ রেজাউল হক পেয়েছেন ১৪৫৮ ভোট আর জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম পেয়েছেন ১২৭৬ ভোট।

এদিকে ৩৩টি ওয়ার্ডে কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলরদেরই জয় হয়েছে বেশি। এর মাঝে নতুন মুখ এসেছে ৯ জন।নির্বাচনে মেয়র পদে ৫ জন, ৩৩টি সাধারণ ওয়ার্ডের মধ্যে কাউন্সিলর পদে ১৪৯ জন এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। 

কাউন্সিলর পদে বিজয়ীরা হলেন ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. আসাদুজ্জামান বাবু, ২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর গোলাম রফিক দুদু, ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. শরীফুল ইসলাম, ৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. মাহবুবুর রহমান, ৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. নিয়াজ মোর্শেদ, ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আসিফ হোসেন ডন, ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. ফারুক হাসান, ৯নং ওয়ার্ডে মো. আল মাসুদ, ১০নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. তাজুল আলম, ১১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. ফরহাদ আলম (বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী)।

১২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. আনিছুর রহমান, ১৩নং ওয়ার্ডে হানিফ সরকার স্বপন, ১৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. ফজলুল হক, ১৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. মাহবুব আলম হেলাল, ১৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. আবদুল মান্নান, ১৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. কামাল খান, ১৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর হাবিবুর রহমান হবি, ১৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আব্বাস আলী মন্ডল, ২০নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. সিরাজুল ইলাম, ২১নং ওয়ার্ডে মো. ইশতিয়াক হোসেন, ২২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. মোস্তফা কামাল, ২৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সাব্বির ইউনুস, ২৪নং ওয়ার্ডে মো. আসলাম হোসেন। 

২৫নং ওয়ার্ডে মো. উমর ফারুক, ২৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. শফিকুল ইসলাম, ২৭নং ওয়ার্ডে মো. শামছুল হক, ২৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর কায়সার জাহাঙ্গীর আকন্দ, ২৯নং ওয়ার্ডে মো. রাশেদুজ্জামান, ৩০নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আবুল বাশার, ৩১নং ওয়ার্ডে মো. সেলিম উদ্দিন, ৩২নং ওয়ার্ডে আবু বক্কর সিদ্দিক ও ৩৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. শাহজাহান।

সংরক্ষিত ১নং ওয়ার্ডে আকিকুন নাহার, ২নং ওয়ার্ডে খোদেজা আক্তার, ৩নং ওয়ার্ডে হামিদা পারভীন (বর্তমান কাউন্সিলর), ৪নং ওয়ার্ডে রোকশানা শিরীন (বর্তমান কাউন্সিলর), ৫নং ওয়ার্ডে রোকেয়া হোসেন (বর্তমান কাউন্সিলর), ৬নং ওয়ার্ডে খালেদা বেগম (নতুন), ৭নং ওয়ার্ডে হালিমা খাতুন হেপী, ৮নং ওয়ার্ডে হাজেরা খাতুন, ৯নং ওয়ার্ডে রিনা আক্তার, ১০নং ওয়ার্ডে মোছা. হামিদা ও ১১নং ওয়ার্ডে ফারজানা ববি কাকলী। তারা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষণা শেষ করেন রিটার্নিং অফিসার বেলায়েত হোসেন চৌধুরী। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর ৩৩টি ওয়ার্ডে ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। এর মধ্যে এক লাখ ৬৩ হাজার ৮৩২ পুরুষ এবং এক লাখ ৭২ হাজার ৬৫৫ নারী ভোটার। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ৯ জন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.