মুন্সীগঞ্জের পদ্মা সেতু (উত্তর) থানা এলাকা হতে ১৯ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার র্যাব-১০ এর একটি আভিযানিক দল পদ্মা সেতু উত্তর থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৫ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের ১৯ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির লৌহজং উপজেলার গোয়ালিমান্দ্রা গ্রামের মৃত শাহ জামাল মন্ডলের ছেলে মোঃ ইয়াছিন মন্ডল (২৪) বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্ত এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।