× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ

নরসিংদী প্রতিনিধি

১৭ মার্চ ২০২৪, ১৭:৪৩ পিএম

নরসিংদীর মাধবদীতে হলিক্রিসেন্ট প্রাইভেট হাসপাতালে সিজার করাতে গিয়ে মা এবং নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। 

শনিবার (১৬ মার্চ) সন্ধায় এ ঘটনা ঘটে। নিহত বিথী রানী সাহা (২৮) কুমিল্লা জেলার হোমনা থানার দুলালপুর এলাকার বিজয় সাহার স্ত্রী এবং মাধবদী পৌর এলাকার কাশিপুর মহল্লার সরবিন্দু  সাহা বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

নিহতের প্রতিবেশীরা জানায়, দীর্ঘদিন ধরেই মাধবদী পৌর এলাকার কাশিপুর মহল্লায় ভাড়া বাসায় থেকে একটি প্রতিষ্ঠানে চাকুরী করতেন বিজয় সাহা। দাম্পত্য জীবনে তাদের প্রথম সন্তান আগমনে ডাক্তারের স্মরনাপন্য হন তারা। মাধবদীর হলি ক্রিসেন্ট হাসপাতালে ডা. অনুরাধা চক্রবর্তীর অধিনে নিয়মিত ডাক্তারী পরামর্শ নিচ্ছিলেন তারা। আজ পূর্ব নির্ধারিত দিনে সিজার করানোর কথা ছিল। সিজারের শুরুর আগে ডা. সাইফুল ইসলাম এনেসতেশিয়া দেবার পরই অচেতন হতে থাকেন বিথি রানী সাহা। পরে অপারেশনের টেবিলেই মা  সহ নবজাতক শিশুর মৃত্যু হয়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, বিষয়টি সম্পর্কে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এখনো পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা ডাক্তারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.