× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অভিনব কায়দায় ব্যাংক থেকে গ্রাহকের টাকা ছিনতাই

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা

১৯ মার্চ ২০২৪, ১৭:৩৪ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে সোনালী ব্যাংকে গ্রাহকের ব্যাগ থেকে অভিনব কায়দায় টাকা হাতিয়ে নিলো একটি মহিলা চক্র। 

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সোনালী ব্যাংক নালিতাবাড়ী শাখায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী গ্রাহক উপজেলা পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বন্ধনা চাম্বুগং। 

ভুক্তভোগী বলেন, আমি প্রায় সময়ের মতোই ব্যাংকে আজও টাকা জমা দিতে আসি। আজ আমি ব্যাংকে দুই লাখ বায়ান্ন হাজার টাকা আমার হাতব্যাগে করে জমা করার জন্য নিয়ে আসি। ব্যাংকে টাকা জমা করার জন্য নিয়ম মাফিক যা করণীয় সবকিছু আমি করে যখন নগদ টাকা জমা করার জন্য লাইনে দাঁড়াই ঠিক তার আগেই আমার ব্যাগ থেকে মহিলা চক্র টাকাটা হাতিয়ে নেয়। আমার আশপাশে কয়েকজন বোরকা পরা মহিলা ছিলেন। টাকা জমা দেওয়ার সময় ব্যাগে হাত দিতেই দেখি আমার ব্যাগে টাকা নেই। সাথে সাথে ব্যাপারটা ব্যাংক কর্মকর্তাকে জানালে তিনি ব্যাংকের মেইন গেইট অফ করে দেন। কিন্তু মেইন গেইট বন্ধ করার আগেই টাকা হাতিয়ে নেওয়া চক্রটি ব্যাংক থেকে বেরিয়ে যায়। 

নালিতাবাড়ী শাখার ব্যাংক ম্যানেজার মোস্তফা কামাল বলেন, গ্রাহকের টাকা ব্যাংক থেকে হাতিয়ে নেওয়া ব্যাপারটা খুব কষ্টদায়ক। তবে এ রকম ঘটনা এই ব্যাংকে এর আগে কখনও ঘটে নি। গ্রাহক থানায় অভিযোগ করেছেন এবং থানা থেকে পুলিশ এসে সিসি ক্যামেরা ফুটেজ ফাইল নিয়ে গেছে। 

এ ঘটনার দায়িত্বরত নালিতাবাড়ী থানার এসআই আশরাফুল বলেন, ব্যাংক থেকে সিসি ক্যামেরা ফুটেজ নেওয়া হয়েছে। ফুটেজ থেকে ৩ জন মহিলা বোরকা পড়া অবস্থায় এ কাজটি করেছে বলে দেখা গেছে। তবে আমরা সব রকম চেষ্টা চালিয়ে যাবো এ চক্রটাকে ধরতে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.