লক্ষ্মীপুরের রাজিবপুরে শাহজাহান (৪৫) নামে এক ব্যবসায়ীর আবাদি জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এসময় ওই ভূমিতে থাকা বিভিন্ন ফল-ফলাদির গাছ কেটে লুট করে স্থানীয় কয়েকজন প্রভাবশালী।
এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয় বলে জানান ভুক্তভোগী শাহজাহান ও তার পরিবার। এ ঘটনায় শাহাজাহান বাদি হয়ে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দাযের করেন।
শাহজাহান পৌরসভার রাজিবপুর এলাকার রুকন আলী মেস্ত্রী বাড়ির বাসিন্দা।
মামলা সূত্র, ভুক্তভোগী শাহজাহান ও তার স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে শাহজাহান সড়কের পাশের অনাবাদি ভূমিতে চাষাবাদ করে বিভিন্ন ফলফলাদি গাছ রোপন করে ভোগ দখল করছেন। সম্প্রতি একই এলাকার ছৈয়াল বাড়ির কবির, রাশেদ, রানা, সজিব, প্রিয়াস ও আবুল কালাম ওই ভূমি দখলের চেষ্টা চালায়। এসময় শাহাজাহান ও তার পরিবার বাধা দিলে তারা গাছ কেটে বিনষ্ট করে ও তাকে মারধর করে। এনিয়ে আদালতে মামলা দাযের করায় তাকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন শাহজাহান।
এদিকে অভিযুক্ত কবির বলেন, তিনি চট্টগ্রাম থাকেন। তার বাড়ির সামনে ময়লা আবর্জনার স্তুপ জমে থাকে, তাই তিনি ওই জমিতে চাষাবাদ শুরু করেছেন। এসময় তিনি জমিটি সরকারি বলে দাবি করেন।