× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাবুরহাটে ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানা

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

২১ মার্চ ২০২৪, ১২:৫৫ পিএম

চাঁদপুর শহরতলীর বাবুরহাট বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালিত হয়েছে।  

বুধবার (২০ মার্চ) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়েছে। 

এ সময় তরমুজের দাম ২০০ থেকে ৩০০ টাকা, বড় তরমুজের সর্বোচ্চ দাম ৩৪০ টাকায় বিক্রি হয়। ফলের বাজার মনিটরিংকালে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে মায়ের দোয়া ফলের দোকানকে ৩ হাজার মাসুদ ফল বিতানকে ৩ হাজার, হারুনের ফল দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

একই সময় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে সততা স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বমোট ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার ১৮,০০০ টাকা জরিমানা ও আদায় করা হয়।

জেলা পুলিশের সহযোগিতায় বাজার তদারকির এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নূর হোসেন রুবেল।

তিনি জানান, ইফতার আইটেম, ফল, তরমুজ, মিষ্টি দোকান, সবজি, মুদি, গরুর মাংস দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। সবাইকে আইন মেনে ব্যবসা করতে নির্দেশনা দেয়া হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.