× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়ভিটা-টেঙ্গনমারী সড়ক যেন মরণ ফাঁদ

নীলফামারী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

২১ মার্চ ২০২৪, ১৪:০৪ পিএম

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বড়ভিটা হতে টেঙ্গনমারী যাতায়াতের একমাত্র সড়কটি সংষ্কারের অভাবে দুর্ঘটনার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

এতে ভোগান্তিতে পড়েছে স্কুল কলেজ মাদরাসার শিক্ষক শিক্ষার্থী সহ হাজার হাজার পথচারী এই পথ দিয়ে প্রতিনিয়ন চলাফেরা করে।

ঐ অঞ্চলের মানুষের খুব সহজেই টেঙ্গনমারী, কচুকাটা, নীলফামারী, মীরগঞ্জ, দেবীগঞ্জ, ডোমার ডিমলাসহ ঠাকুরগাঁও পঞ্চগড় যাওয়ার একমাত্র সড়কটি আজ হুকমীর মুখে।

যেকোনো সময় বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে বলে আশংকা করছেন ভুক্তভোগী এলাকার সাধারণ মানুষ।

স্থানীয় আজাহারুল ইসলাম  জানান, রাস্তাটির অবস্থা এতোই খারাপ যা বলার অপেক্ষা রাখে না।ঝুকিঁ পূর্ণ অবস্থায় এলাকার লোকজন জীবনের তাগিদে ঝুঁকি নিয়ে চলাচল করছে। রাতে স্থানীয়দের চলাচলে বেশি দুর্ভোগ পোহাতে হয়।রাতে বড় বড় গর্ত গুলো দেখা যায় না।

ভ্যানচালক দুলু মিয়া জানান, এ রাস্তাটি যেন দেখার যেন কেউ নেই। প্রতিদিন এ রাস্তা দিয়ে হাজার হাজার লোকজন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে। রাতে অন্ধকারে চলাচল করতে গিয়ে এলাকার লোকজন দুর্ঘটনার কবলে পরে। আমি গরিব মানুষ ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি। কিন্তু রাস্তার যে অবস্থা পায়ে হেটে চলাই কষ্ট তারপর আবার ভ্যানে কিভাবে মানুষ নিয়ে চলাচল করবো।

স্থানীয়রা দ্রুত সড়কটি সংষ্কারের দাবি উপজেলা প্রশাসনের নিকট। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.