চাঁদপুরের মতলব উত্তরে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (২৩ মার্চ) বিকেল ৩টায় উপজেলার সিপাইকান্দি ঠেটালিয়া বেড়িবাঁধে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম (৪০) মতলব উত্তর উপজেলার নবুরকান্দি এলাকার মৃত শহীদুল্লাহ প্রধানের ছেলে ।
দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন।
তিনি বলেন, চাঁদপুরগামী মাইক্রোবাসের সঙ্গে একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মতলব হাসপাতাল ও চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মাইক্রোবাস ও সিএনজিকে জব্দ হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।