চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার হতে ১৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
রবিবার (২৪ মার্চ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ১০টা ৪০ মিনিটে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ডাকাতিয়া নদীর মোহনা থেকে আলু বাজার ফেরিঘাটগামী একতা পরিবহন নামক একটি যাত্রীবাহী ট্রলারে থাকা দুইজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের সাথে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ১৪ কেজি গাঁজাসহ মো. শাহাদাদ শেখ (৩৮) ও ওহিদুল শেখ (২৯) নামক দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা গোপালগঞ্জ জেলার মোখসেদপুর থানাধীন দিগনগর চন্দ্র খোলা এবং কানোরিয়া গ্রামের মোশারফ শেখ ও রতন শেখের ছেলে।
তিনি আরও বলেন, জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।