× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ ২০২৪, ১৭:১৫ পিএম । আপডেটঃ ২৪ মার্চ ২০২৪, ১৭:৫৮ পিএম

ছবি : ফরিদ উদ্দিন সিদ্দিকী (সংবাদ সারাবেলা)

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ইউনিটগুলো।

রোববার বিকেল ৪টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তিনি বলেন, রাজধানীর কড়াইল বস্তিতে বিকেল ৪টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার স্টেশন থেকে মোট ৮ ইউনিট রওনা হয়েছে। তবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপরও আরও দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। এছাড়া বাকি ৩ ইউনিট যানজটের কারণে রাস্তায় আটকে আছে। 

এদিকে মুন্সীগঞ্জের গজারিয়ার সুপারবোর্ড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুরে লাগা আগুন নিয়ন্ত্রণে এখন ১২টি ইউনিট কাজ করছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.