× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নরসিংদীতে অটোরিকশা চালক হত্যায় ৩ জনের যাবজ্জীবন

নরসিংদী প্রতিনিধি

২৪ মার্চ ২০২৪, ১৭:৪৩ পিএম

নরসিংদীর রায়পুরায় অটোরিকশা চালক হত্যার দায়ে ৩ আসামীকে যাবজ্জীবন ও এক নারীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

১৫ বিচারিক কার্যদিবস এর মধ্যে মামলাটির রায় প্রকাশে সন্তুষ্টি প্রকাশ করেন মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী ও নিহতের স্বজনরা।  

রোববার দুপুরে নরসিংদীর দায়রা জজ ৩য় আদালতের বিচারক আ.ন.ম ইলিয়াস এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলো- নরসিংদী শহরের বিলাসদী এলাকার সোলাইমানের ছেলে আলাল মিয়া ওরফে বিল্লাল (৩৫), রায়পুরা উপজেলার নীলক্ষার বীরগাঁও এলাকার মোসলেম মিয়ার ছেলে কাউছার মিয়া (২৮), বল্লবপুর গ্রামের ধন মিয়ার ছেলে রুবেল মিয়া (৩১) ও আব্দুর রহিমের স্ত্রী রুবিয়া বেগম (৪৫)। এদের মধ্যে আসামী আলাল, কাউসার ও মো: রুবেল কে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং রুবিয়া বেগমকে ৬ মাসের জেল ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জানা যায়, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর অটোরিকশা চালক বিজয় মিয়া নরসিংদী শহর থেকে বের হলে রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়ন এর মাহমুদনগর এলাকায় পৌছাঁলে নির্জন স্থানে নিয়ে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নেন আসামিরা। ঘটনার পরদিন ২৫ সেপ্টেম্বর অটোরিকশা চালক বিজয়ের লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের মা মিনারা বেগম বাদী হয়ে রায়পুরা থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের এর ২ দিনের মধ্যে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা বিজয় হত্যায় জড়িতদের গ্রেফতার করে। পরে তারা আদালতে হত্যার দায় স্বীকার করে আসামীরা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট খন্দকার হালিম বলেন, দ্রুততম সময়ের মধ্যে এমন একটি চাঞ্চল্যকর হত্যা মামলার রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। দোষীরা তাদের উপযুক্ত সাজা অবশ্যই পাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.