× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালকিনিতে ভ্রাম্যমাণ আদালতে ৩ জুয়াড়ির কারাদণ্ড

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

২৫ মার্চ ২০২৪, ১২:৩৩ পিএম

মাদারীপুরের কালকিনিতে তিন জুয়াড়িকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার বিকালে কালকিনি উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান এ দণ্ডাদেশ দেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন মাদারীপুর সদর উপজেলার কালাই মারা গ্রামের আলিমুদ্দিন কাজীর ছেলে রাজ্জাক কাজী (৪৮), কালকিনি উপজেলার টুমচর গ্রামের জুয়েল বেপারীর ছেলে শিশির বেপারী, কালকিনি পৌর এলাকার মজিদ বাড়ি ভুরঘাটা গ্রামের মৃত ছমেদ সরদারের ছেলে ছফফেল সরদার (৩০)।

কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিব হোসেন জানান, কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর কানাইপুর নামক স্থানে প্রকাশ্যে জুয়া খেলার সময় ওই তিন জুয়াড়িকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিন করে কারাদণ্ড দিয়ে মাদারীপুর জেলা কারাগারে পাঠানো হয়।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.