× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দোহারে ৭ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

৩০ মার্চ ২০২৪, ১৭:১৪ পিএম

ঢাকার দোহার উপজেলায় অবৈধ মাটি ব্যবসায়ীদের হুঁশিয়ারি জানিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 

শনিবার দুপুরে উপজেলার রাইপাড়া ইউনিয়ন ও পৌরসভা সংলগ্ন ইসলামপুর ও রসুলপুর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ কার্যক্রম প্রতিরোধকল্পে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

ম্যাজিস্ট্রেট মো. মামুন খান জানান, কয়েকদিন ধরে একটি মহল উর্বর কৃষি জমি থেকে মাটি কেটে (টপ সয়েল) কাঁচামাল হিসেবে বাণিজ্যিক উদ্দেশ্যে ইট ভাটায় বিক্রি এবং পরিবেশ জীববৈচিত্র্য ক্ষতি সাধন করছে। 

তিনি আরও বলেন, মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় সাত জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে কৃষি জমি থেকে মাটি কাটায় ব্যবহৃত ১টি এক্সক্যাভেটর (ভেকু) মেশিন ও মাটি বহনকারী ৫টি অবৈধ মাহিন্দ্রা গাড়ি জব্দ করা হয়।

মামুন অবৈধ মাটি ব্যবসায়ীদের হুশিয়ারি দিয়ে আরও বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে দোহার উপজেলায় এ ধরনের নিয়মিত অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.