× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালকিনিতে আমবাগানে পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

০১ এপ্রিল ২০২৪, ১৭:১০ পিএম

মাদারীপুরের কালকিনিতে কালো রঙের পাঞ্জাবি পরা ঘাস দিয়ে ঢেকে রাখা ২৬ বছর বয়েসের এক অজ্ঞাত যুবকের দুই পা বাঁধা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। 

সোমবার দুপুরে উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারের চর গ্রামের একটি আমবাগান থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, কালাই সরদারের চর গ্রামের সবুজ খাঁ নামে এক স্থানীয় কৃষক তার বাড়ির পাশের জমিতে কাজ করতে যায়। এসময় তিনি জমির পাশের আমবাগানের ভেতরে ঘাস দিয়ে ঢেকে রাখা একটি লাশের দুই পা বাঁধা অবস্থায় দেখতে পায়। এ খবর জানাজানি হলে লাশটি একনজর দেখার জন্য এলাকার উৎসুফ জনতা রীতিমত ভীর জমায়। পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে ওই অজ্ঞাত লাশটি উদ্ধার করেন। তবে থানা পুলিশ লাশের কোন পরিচয় নিশ্চিত করতে পারেননি।

উপজেলার পূর্ব এনায়েতনগর ইউপি চেয়ারম্যান নেয়ামুল আকন জানান, লাশের পরিচয় জানা যায়নি। মনে হচ্ছে ওই যুবককে কারা যেন হত্যা করে দূর থেকে এখানে ফেলে গেছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি সরকার আবদুল্লাহ আল-মামুন জানান, আমরা খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.