× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাটুরিয়ায় প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

০৩ এপ্রিল ২০২৪, ১৬:০১ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়ায় ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-১(২০২৪-২৫) মৌসুমে পাট ও আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল বেলা ১২ টার দিকে উপজেলা চত্বরে ১৫০০ জন কৃষকের মাঝে প্রনোদনা হিসেবে বীজ ও সার বিতরন করা হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমানের সভাপতিত্ব এসব উপকরণ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড আব্দুল মজিদ ফটো।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার, ভাইস চেয়ারম্যান আবুল বাসার বাদশা, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম,দিঘুলিয়া ইউপি চেয়ারম্যান সফিউল আলম জুয়েলসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, এই প্রণোদনা কর্মসূচির আওতায় ৩০০ জন কৃষক জনপ্রতি ১ কেজি পাট বীজ, ১২০০ জন কৃষক জনপ্রতি ৫ কেজি আউশ বীজ, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার পাচ্ছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.