× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালকিনিতে তীব্র তাপদাহে কৃষকের মৃত্যু

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

০৩ এপ্রিল ২০২৪, ১৭:৫৮ পিএম

মাদারীপুরের কালকিনিতে তীব্র গরমের মধ্যে জমিতে কাজ করতে গিয়ে শুকুর আলী (৫৬) নামে এক হতদরিদ্র কৃষকের হিটস্ট্রোক করে মৃত্যু হয়েছে।

নিহত শুকুর আলী উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার পূর্ব আলীপুর গ্রামের মোঃ শফি আকনের ছেলে। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানাগেছে, কৃষক শুকুর আলী প্রচন্ড রোধের মধ্যে তার বাড়ির পাশের একটি জমিতে কাজ করতে যায়। এ সময় তিনি প্রচন্ড গড়মের ফলে হিটস্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয় চিকিৎসক জানান, শুকুর অতিরিক্ত গরমের তাপমাত্রা সইতে না পেরে হিটস্ট্রোক করে মারা যান।
পূর্ব এনায়েতনগর ইউপি চেয়ারম্যান মো. নেয়ামুল আকন জানান,গরমের ভেতর জমিতে কাজ করতে গিয়ে শুকুর হিটস্ট্রোক করে মারা গেছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি সরকার আবদুল্লাহ আল-মামুন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.