× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাতক্ষীরা সীমান্তে ৯ স্বর্ণের বারসহ আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি

০৪ এপ্রিল ২০২৪, ১২:৫৬ পিএম

পাচারের সময় সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে বিজিবির অভিযানে ১ কেজি ৪৪ গ্রাম সোনাসহ এক চোরাকারবারি আটক হয়েছে।  

বুধবার সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের কালিয়ানী মাদ্রাসা মোড় এলাকা থেকে মটরসাইকেলসহ তাকে আটক করা হয়। 

আটক চোরাকারবারির নাম আমজাদ হোসেন। সে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি গ্রামের আব্দুল মাজেদের ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব‍্যাটিলিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, বিজিবি সদস্যরা গোপনে জানতে পারে এক চোরাকারবারি ভারতে পাচারের জন্য সোনা নিয়ে কালিয়ানি সীমান্ত এলাকায়  অবস্থান করছে। ওই সংবাদ নিশ্চিত হওয়ার পর  বৈকারি ক‍্যাম্পের  সুবেদার সুবেদার কাজী বদরুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে আমজাদ হোসেনকে একটি মটরসাইকেলসহ আটক করে। মটরসাইকেল থেকে উদ্ধার করা হয় ১ কেজি ৪৪ গ্রাম ওজনের নয়টি স্বর্ণের বার।

যার বাজার মূল্য এক কোটি দুই লক্ষ দশ হাজার তিনশত বিশ টাকা এবং একটি ১৫০ সিসি হিরো হাংক মোটরসাইকেল যার মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকাসহ সর্বমোট সিজার মূল্য এক কোটি তিন লক্ষ ষাট হাজার তিনশত বিশ টাকা। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.