প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে লক্ষ্মীপুর পৌরসভার ছয় হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে পৌরসভার জনতার ঘর সংলগ্ন এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের আওতায় এ চাল বিতরণ করা হয়। লক্ষ্মীপুর পৌরসভার আয়োজনে এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া উপকারভোগীদের বলেন, প্রতি বছরের ন্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও ঈদ উপহার হিসেবে আপনাদের জন্য ১০ কেজি করে চাল দিয়েছেন। তিনদিনব্যাপী পৌরসভার এসব উপকারভোগীদের মাঝে এ চাল বিতরণ করা হবে। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চান।
পরে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি করে চাল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অসহায় ও দুস্থ পরিবারের হাতে তুলে দেন।