× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ ও ফসলি জমিরক্ষায় সংবাদ সম্মেলন

রংপুর ব‌্যু‌রো

০৪ এপ্রিল ২০২৪, ১৭:২৬ পিএম

রংপুর সিটি কর্পোরেশনের ১৩ ও ১৪নং ওয়ার্ডের সীমানা দিয়ে প্রবাহিত ঘাঘট নদী থেকে ছাবেরুল ইসলাম গং এর অবৈধভাবে বালু উত্তোলনের কারনে ফসলাদি জমি, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গুচ্ছ গ্রাম হুমকির মুখে। এ থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী। 

বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে রংপুর নগরীর সিটি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে থেকে জানা যায়, স্থানীয় প্রভাবশালী ছাবেরুল ইসলাম গং দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করে আসছে। বালু উত্তোলন বন্ধে স্থানীয় এলাকাবাসী, ওয়ার্ড 

কাউন্সিলরসহ একাধিকবার ছাবেরুল ইসলামকে অনুরোধ করা হয়। 

অনুরোধ উপেক্ষা করে বালু উত্তোলন অব্যাহত রাখায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসি বালু বন্ধে মানববন্ধন করে। সেই মানববন্ধনের 

সংবাদ ইতিমধ্যে গণমাধ্যমে প্রচার হয়। বালু বন্ধে উদ্যোগ গ্রহণ করায় বালুখেকো সন্ত্রাসীরা উল্টা আমাদের পরিবার ও এলাকাবাসির নামে গত ২২ মার্চ রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানায় মিথ্যা মামলা প্রদান করে। যার মামলা নং-৫৩। 

পরবর্তীতে এ বিষয়ে মানববন্ধন ও সংবাদ প্রচারের পর এলাকাবাসীকে জীবননাশের হুমকি প্রদান করে আসছে। 

এসময় সংবাদ সম্মেলন থেকে তদন্ত সাপেক্ষে ক্ষতিগ্রস্ত মানুষের ও সাধারণ কৃষকের জমি রক্ষায় প্রশানের সৃদৃষ্টি কামনা করেন 

ভুক্তভোগী ও এলাকাবাসী। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন মাসুদ রানা, শফিউল হক, মোজাফ্ফর হোসেন, 

আজগর আলী, সেকেন্দার আলী, জমসের হোসেন, মেরাজ বাবু।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.