ঝালকাঠির কাঠালিয়ায় ভান্ডারিয়া-কাঠালিয়া আঞ্চলিক মহাসড়কে পরিবহনের চাপায় বান্ধাঘাটা নামক স্থানে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার সকাল পাঁচটার দিকে একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে ছেড়ে এসে আমুয়া যাওয়ার পথে বান্ধাঘাটা বাজার সংলগ্ন সড়কে স্থানীয় ব্যাবসায়ী মো. আবু তালুকদারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আবু তালুকদার উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামের ইসমাইল তালুকদারের ছেলে। তার বান্ধাঘাটা বাজারে মুদি ও মনোহারির ব্যবসা ছিলো।
এলাকাবাসী জানান, নিজ বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠান বান্ধাঘাটা বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে বাড়ির সন্নিকটে ঢাকা থেকে ছেড়ে আসা আমুয়াগামী একটি যাত্রীবাহী পরিবহন পিছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই সে নিহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা বন্ধ করে দেয় এতে ৩/৪ ঘন্টা ধরে শতাধিক যানবাহন আটকা পড়ে।
ঘটনার পর কাঠালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদশন করে পরিচিত নিয়ন্ত্রণে আনে ও লাশ উদ্ধার করে।