× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুর্গম চরে আটকা পড়া ৮০ পর্যটককে উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি

১৫ এপ্রিল ২০২৪, ১২:৫১ পিএম

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে লক্ষ্মীপুরের রামগতির দুর্গম চর আবদুল্লাহতে আটকা পড়া ৮০ জন পর্যটককে উদ্ধার করেছে নৌ-পুলিশ। এদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। পরে তারা নিজ নিজ বাড়িতে চলে যান। 

সোমবার ভোরে রামগতি বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফেরদৌস আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। 

এর আগে রবিবার (১৪ এপ্রিল) ভোররাতে রামগতির নদীবেষ্টিত ইউনিয়ন ও দুর্গম চর আবদুল্লায় আটকা পড়া ৮০ জন পর্যটককে উদ্ধার করা হয়। 

উদ্ধার হওয়া কয়েকজন পর্যটক জানান, তারা ট্রলারে করে চরে ঘুরতে যায়। সেখানে তারা নদীর তীর থেকে একটু দূরে চলে যান। পরে তীরে এসে আর নৌকা-ট্রলার পাচ্ছিলেন না। এতে তারা সেখানে আটকা পড়েন। তাদের মধ্যে বেশকয়েকজন নারী ও শিশু ছিল। ওই চর এমনিতে অনিরাপদ। রাতে আরও বেশি অনিরাপদ। এতে আটকে পড়াদের একজন ৯৯৯ এ কল দিলে রাতেই ট্রলার নিয়ে পুলিশ এসে  তাদের উদ্ধার করে।

রামগতি বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফেরদৌস আহমেদ বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে পর্যটকদের উদ্ধারের বিষয়ে আমাদের জানানো হয়। পরে রাতে তিনটি ট্রলার নিয়ে পর্যটক সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করে আনা হয়েছে। জোয়ার-ভাটার উপর ভিত্তি করে ওই চরে যাওয়া লাগে বলেও জানান তিনি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.