× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নরসিংদীতে ইউপি সদস্যকে গুলি ও গলা কেটে হত্যা

নরসিংদী প্রতিনিধি

১৫ এপ্রিল ২০২৪, ১৭:৫৯ পিএম

নরসিংদীতে রুবেল আহাম্মেদ নামে এক ইউপি সদস্যকে প্রকাশ্যে গুলি করে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার বেলা ২টার দিকে নরসিংদীর আমদিয়া ইউনিয়নের পাকুরিয়া বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত রুবেল আহাম্মেদ ওরফে বডি রুবেল আমদিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য। তিনি ভূইয়ম গ্রামের শাজাহান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নরসিংদীর আমদিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য নিহত রুবেল আহাম্মেদ ওরফে বডি রুবেল দুপুরে পাকুরিয়া বাজারে আসে। কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ির দিকে যাচ্ছিল। ওই সময় প্রাইভেটকার থেকে একদল দুর্বৃত্ত রুবেলকে লক্ষ্য করে একাধিক গুলি ছুড়ে। গুলিবিদ্ধ হওয়ার পর রুবেল মাটিতে লুটিয়ে পড়ে। পরে দুর্বৃত্তরা তার শরীরের উপরে বসে গলা কেটে  মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। 

হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত মানুষের ভিড় জমে। হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

মাধবদী থানার এস আই ফজলে রাব্বি ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে  ইউপি সদস্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে বলেও এস আই ফজলে রাব্বি জানান।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.