সিলেটে পৃথক স্থানে অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেনসিডিল ও ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। এসময় ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
রোববার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে সিলেট জেলার ওসমানীনগরে অভিযান পরিচালনা করে ৪০০ বোতল ফেনসিডিলসহ ২ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করে।
অপর এক অভিযানে দিনগত রাত ১টার দিকে ওসমানীনগরের আরেকটি এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজাসহ ২ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করে।
সোমবার (১৫ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৯।
আটকরা হলেন, সিলেটের গোয়ানঘাট উপজেলার কচুয়ারপাড়ের মো. উজ্জল মিয়া (৩৩) ও একই উপজেলার জাঙ্গাইল গ্রামের মো. ফয়েজ আহমেদ, জামালপুর জেলার পূর্ব পলাবান্দা গ্রামের মো.আমির হোসেন (৫১) ও একই গ্রামের মো.নাদের হোসেন (৩০)।
র্যাব-৯ জানায়, তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক গ্রেফতার দেখিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।