ফেনীর দাগনভূঞায় কৃষি সম্প্রসাধরণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে খরিফ-১/২০২৪-২৫ মৌসুমে ঊফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন।
উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মহিউদ্দিন মজুমদার।
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফুল হায়দার ভূঞার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, দাগনভূঞা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত উল্লাহ স্বপন, মুক্তিযোদ্ধা পিয়ার আহাম্মদ, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি কাজী ইফতেখারুল আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৮৮০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।