ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর বড় বাজারে ১৭ এপ্রিল বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গিরিধারী এবং নিউ গিরিধারী নামে দুইটি মিষ্টি ও দইয়ের দোকানে অতিরিক্ত মূল্য ও ওজনে কম দেওয়ার অপরাধে ২টি দোকানকে ১.৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে বড় বাজারে অবস্থিত ফাহাদ ফুড এন্ড অয়েল মিলকে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতিত তেল উৎপাদন ও বাজারজাত করেন এবং আরো বেশ কিছু অসংগতি পরিলক্ষিত হওয়ায় উক্ত তেলের মিলকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এসময় বিএসটিআইয়ের পরিদর্শক ও নবীনগর থানার পুলিশ উপস্থিত ছিলেন। এছাড়া নবীনগর বাজারে যানবাহন ও জনসাধারণের চলাচলের পথ সহজ করতে রাস্তার উপরের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু মুছা।
তিনি আরো বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।