× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নবীনগরে ঝটিকা অভিযানে আড়াই লাখ টাকা জরিমানা

নবীনগর সংবাদদাতা

১৭ এপ্রিল ২০২৪, ২৩:৩১ পিএম । আপডেটঃ ১৭ এপ্রিল ২০২৪, ২৩:৩৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর বড় বাজারে ১৭ এপ্রিল বুধবার  দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গিরিধারী এবং নিউ গিরিধারী নামে দুইটি মিষ্টি ও দইয়ের দোকানে অতিরিক্ত মূল্য ও ওজনে কম দেওয়ার অপরাধে ২টি দোকানকে ১.৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে বড় বাজারে অবস্থিত ফাহাদ ফুড এন্ড অয়েল মিলকে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতিত তেল উৎপাদন ও বাজারজাত করেন  এবং আরো বেশ কিছু অসংগতি পরিলক্ষিত হওয়ায় উক্ত তেলের মিলকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এসময় বিএসটিআইয়ের পরিদর্শক ও নবীনগর থানার পুলিশ উপস্থিত ছিলেন। এছাড়া নবীনগর বাজারে যানবাহন ও জনসাধারণের চলাচলের পথ সহজ করতে রাস্তার উপরের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু মুছা।
তিনি আরো বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.